কাশমেয়ে উড়িয়েছে আঁচল শরতের কাশবনে ।
নায়রি বাড়িয়েছে হাত মনোময় সুখের আশায় ।
কতো আর বিফল হবে নকশা জীবন !
রাতের নদী ছুঁয়ে পৌরাণিক নৌকো ভাসে ,
স্বপ্নকে বুনে বুনে একাকি ঘুমিয়ে পড়ে অস্থির চাঁদ ।
ইথারের তারে যখন ভ্রাম্যমান সুর বাজে
চোখের পাতা ছুঁয়ে হাসে বাঁশবাগান
আধুনিক সেলফোন, গুগল , টুইটারের ফ্রেমবন্দি সময়
বড় পানসে মনে হয় । ।
শরৎ চলে যায়, নায়রি শেফালি কাঁদে ,
পূজার গন্ধে হাসে চিরচেনা দিন ।