পাগল পাগল ভাবনা কি তোর পাগল মনেই থাকে ?
ফেলতে পলক যাস হারিয়ে কোন সুদূরের বাঁকে ?
ওই যে দূরের দিগঙ্গনা তোর বুঝি খুব প্রিয়
অন্ত্যমিলের ভাবনাতে তাই থাকিস নমনীয় !
বাদাম ফুলের গন্ধ মেখে উর্বশী চাঁদ হাসে
ঋতুর মেয়ে বেশতো সেজে তোর আঙিনায় আসে ।
ইচ্ছে যদি তোর বাগানের রাঙা গোলাপ হতো
তবে কি তুই বাসতি ভাল ঠিক আমারি মতো ?
আমি আমার ইচ্ছে নিয়ে যতদূরেই যাই
অবাক চোখে তাকিয়ে দেখি তুই ছাড়া কেউ নাই ।
যতই দূরে থাকি
তোর জন্যই বুকের ভেতর যত্নে সবি রাখি
বুঝিসনা তুই, এটাই হল সবচে বড় দোষ
মরলে আমি বুঝবি তখন, করবি যে আফসোস !!