বোশেখ এলেই দুষ্টু বাতাস পাগলামিতে মাতে
নতুন হিসেব হয় যে শুরু জীবন ধারাপাতে
নিয়ম মেনেই সামনে চলি দূর অসীমের টানে
বোশেখ সবার জন্য নতুন স্বপন বয়ে আনে।
গাছে দোলে সবুজ পাতা আনন্দে-উচ্ছাসে
নিসর্গময় বন বাড়িতে ফুল পাখিরা হাসে
ঝড়ের পালক দেয় ছড়িয়ে কালো মেঘারানি
জীর্ণজরা সরিয়ে বোশেখ শোনায় আশার বাণী।
কিষাণ বধূ আশায় মেতে গেরস্থালি সাজায়
শিল্পী বাউল বাংলা সুরে একতারটা বাজায়
ঝঞ্ঝা প্রলয় খরায় ভরা তপ্ত দিনের শেষে
বোশেখ আসে শাশ্বত এই সোনার বাংলাদেশে।