বাস্তবে তোর দেখা না পাই স্বপ্নেে ঠিকই দেখি
তুইযে আমার বন্ধু সুজন মিথ্যে কি আর সেকি!
বৃষ্টি এলেই খুলে পড়ি তোর লেখা সেই চিঠি
স্মৃতিগুলো মন আকাশে তাকায় মিটিমিটি
ইচ্ছে নদীর জলেরধারা ব্যাকুল যখন ছোটেে
আচ্ছা,আমায় ভেবেও কি তোর অন্তরেে ফুল ফোটে?
নাইবা হলো তোর সঙ্গে আর কখনো দেখা
বন্ধুরে তোর চিঠি পড়েই ভাববো বসে একা
চিঠির ভাঁজেই মনকথা সব অমর হয়ে আছে
যাসনে ভুলে,এই শুধু চাই  বন্ধুরে তোর কাছে!