বাংলা আমার মা জননী প্রাণের চেয়ে প্রিয়
ও কোকিলা. দেশ মাতাকে একটা চিঠি দিয়ো
ভালোবাসার নকশা আঁকা ধূসর রঙের খামে
দাও পাঠিয়ে ভাষার আদর মিষ্টি মায়ের নামে |
ও জোনাকি. জোছনা তারা অগাধ জলের ধারা.
আমার মায়ের রূপটি দেখে হওকি দিশেহারা ?
রাতের আকাশ ঘাস.লতা.ফুল পলাশ ফোটা বন
তোমরা কি পাও দেখতে আমার মায়ের রাঙা মন.?
ও মাঝি ভাই . রঙিন পালে যতই দূরে যাও
আমার মায়ের স্নেহের আঁচল সঙ্গে করে নাও
ছেলেবেলার পাঠশালাটা দেখতে যদি পাও
ভালোবাসার নরম রোদে ভিজিয়ে দিও তাও |
ও কিশোরি. নূপুর বেঁধে আলতা রাঙা পায় .
করতে এসো নায়র .আমার লাবণ্যময় গাঁয়
সঙ্গে এনো পুতুল খেলার সেই সোনালি দিন
বাজবে না হয় স্মৃতির পায়েল আনন্দে রিনঝিন.!
ও কলাবউ. তুমি শোনাও লাল পলাশের গান
শুনে ভরে উঠুক মায়ের বিষণ্ণ মন প্রাণ ..
অচল নীতির বিষাদ গাঁথা সব হয়ে যাক দূর
মা জননীর বুক শুধু হোক খুশিতে ভরপুর ..|