স্বপ্নগুলো সত্যি না হোক পুড়বে পুড়ুক দ্বিধার দিন
সম্মোহনের পালকি দুলেই কাটবে সময় তালবিহীন
সুখ সময়ের বার্তা নিয়ে ইথার তারে বাজবে সুর
স্মৃতিগাথার বিন্যাসেতেই হৃদয় হবে সমুদ্দুর
নিষেধ জলে সাঁতার কেটে কেউ যদি পায় পাক না তীর
একটু সুখের আলোক ফোঁটায় থাকবে সঠিক মনস্থির
জলসাঘরের ব্যঞ্জনাক্ষণ হয় যখনি আবেশময়
বোধ ফিরলেই আকুল বিষাদ দেখি কিছুই আমার নয়
উৎসবী দিন কাছে এলেই নিত্য করি রঙিন সাজ
নিবিড় সুরের মূর্চ্ছনাতে মনকে রাঙায় স্বপ্নরাজ
মাঝে মাঝে মায়ার সুতোয় পড়লে গাঁথা উদাস মন
অন্তরালের ভাবনা নিয়ে নীরব পোড়ে সখের বন
প্রজন্ম গায় প্রযুক্তিগীত রূপকথা দিন কোথায় যায়?
মন আরতির ঝুলন বেঁধে আমরা থাকি অপেক্ষায় !
নিয়মনীতির বৈরী শাসন ফেললে ছিঁড়ে সুখের তার
বিষন্নদিন ডাকবে যতই আসবোনা আর পূণর্বার !!