সেইসব ম্লান দিনগুলি ভেবে
বেড়ে যায় নকশার আতিথেয়তা
পূজার ছল করে কেউ বসে থাকেনা বেদির পাশে প্রসাদের গন্ধেই কলস্বরে মাতে শ্রমজীবী মানুষ ।
মনতো নিরাভরণ নয়,
আতংকিত সত্ত্বার ভেতর মাধুরিতেই
লুকিয়ে থাকে আলোকিত সৌজন্যবোধ
কেউ কেউ বৈরাগ্য নিয়েই
মুছে দেয় দেবীর সিঁথির সিঁদুর
ঘৃণা জমা হতেই খসে পড়ে দেবীর নাকফুল
বাতাসে ওড়ে তার এলোমেলো চুল ।
দানবেরা মাতাল - দেবীকা নিশ্চুপ , কষ্ট দহনে !
দোললাগা জীবন , ঘোরলাগা সময় নিয়ে
আমরা পেরোই অসংগতির গতিসীমা
অসহায় তাকিয়ে থাকে অঙ্কুরিত মানব্তা ।
একসময় এভাবেই মুছে যায় ধ্বংসের ক্ষতচিহ্ন !