৩)
আমার জীবন থেকে উড়ে গেছে কোনো এক রঙচটা কাক।
যারে আমি আজীবন মাথায় বসায়ে রেখে, চিনিয়ে ছিলাম ঐ দূরের পাহাড়।
আসলে এ পৃথিবীতে সব মানুষেরই আছে এক একটা পৃথিবী;
আর
সব পাখিদের এক একটা গাছ।
৪)
জীবনানন্দের ছবির মতন ঝাপসা ও সাদাকালো এক সূর্য কুঞ্চিত কপাল নিয়া প্রভাতের পরিবর্তে কোনো এক সন্ধ্যায়; পূর্বের পরিবর্তে পশ্চিমে উদিত হইয়া,
সমস্ত নক্ষত্র, অশ্বত্থ, জারুল, হিজল, চিল, রোদ, মাছরাঙা সবকিছু অন্ধকারে ডুবাইয়া দিলো;
শুধু ধানসিঁড়ি নদীটির তীরে একটা বিষণ্ন ঘাস- জোনাক পোকার সম আলো নিয়া দাঁড়াইয়া আছে।
অতপর সেই যথারীতি নাচ ও অইরান ঘাসজীবন!