হেমন্ত সেজেছে আজি, সোনালি ধানের সাজে বাংলার দিগন্তে
অপরূপ মায়াময় ভোরের সে কুয়াশায় জাগে লাল সূর্য
ভালোবাসা জাগে মনে প্রতিবার ক্ষণে ক্ষণে নীরবে অনন্তে
আমি হবো এই দেশে সমস্ত জীবন শেষে সমাধীর তুর্য
দেখবো কৃষকের হাসি ভালোবাসা রাশি রাশি নবান্ন আনন্দে
পাখিদের কোলাহলে মায়ের স্নিগ্ধ আঁচলে আজীবন থাকবো
শিউলি ফুলের সে ঘ্রাণে চিলের উড়ন্ত প্রাণে থাকিবো সানন্দে
অহর্নিশ- নৈঃশব্দ্যে'র নির্বাক নীল জ্যোৎস্নাকে আমি আকড়ে রাখবো।