কমল করবী কবরীতে কভু গাঁথিবারে মনে হয়?
নাকি খোলা কেশে প্রণয়িনী বেশে
মন করো মোর জয়।
উষ্ণ অঙ্গে সাজো যে- রঙ্গে চরণে আলতা মাখা;
ঝনঝন করে পায়ের নুপুর মসৃণ হাতে শাঁখা।
স্নিগ্ধ আখিতে কাজল মাখিতে-
উদগ্রীব কেনো বলো?
আঁকা-বাঁকা পথে নাকে পরে নথে
কোমর দুলিয়ে চলো।
এতো ভাব তব কায়া খানা নবো
দাও'না তো মোরে ঠাই!
পিছে পিছে হাঁটি মনটা যে খাটি
শুধু তোমাকেই চাই।