সহসা বাহিরে শাদা মেঘে
উড়ছে তোমার লাল সিঁথি
পুরনো কাঁকন খোঁজে-খোঁজে
গাচ্ছো তুমিও পালাগীতি
তোমার ঠোঁটের মতো প্রেম
উড়ে-উড়ে যায় সহবাসে
হারিয়ে ফেলেছো যেইটুকু
পেয়েছো কি তারে সেই ঘাসে
এখন শজনে ডালে ফুল
বিবাহের রঙে ধুয়েমুছে;
নথের মতন গোলাকার
ছুঁয়েছে তোমায় আলগোছে
সানোয়া নদীর ভুল স্রোতে
চলে যায় কার মহাকাল!
কবুল-কবুল ছিঁড়ে ফেলে
সাতপাকে রাঙিয়েছো গাল।
.
০৪/০২/২০২১ ইং-