সমুদ্রের তলদেশে জলজ তমদ্দুন
বেড়ে ওঠে অশালীন সরলতায়—শুভ্রতায়
ঢাকা পড়ে নীলাভ প্রেমিকাদের ঝনঝন অথবা শৈত্যপ্রবাহের তীব্র তলোয়ার.....

থেমে যায় উড়ন্ত চিলের ছায়া— এবং রবিবারসম্বন্ধীয়  
মেঘের প্রলাপ।

—পোকাদের থেকে একহাত সরে গিয়ে
—পাখিদের থেকে একরাত
সমস্ত কোলাহল....
সমস্ত ঝরে পড়া....
তোমাকেই সঁপে দেই হে আমার অসভ্য রবিবারময় প্রেমিকা।