সূর্য ডুবলেই নিভে যায় সব বাতি। কারণ সেখানে চাঁদ ভীষণ প্রখর।বরফের মতো হিম আলোর চাঁদোয়া উড়ে যায়; আকাশের সাদাকালো মেঘজাল জুড়ে।

যখনই আমাদের মহাকাল থেকে শুকনো পাতাদের শব্দ ভেসে আসে পাখির ডানায়;
তখনই সমস্তটা শীতকাল আমি বুক পকেটে পুরে রাখি; খুব যত্ন সহকারে।

যেন তা প্রথম কোনো প্রেমের
প্রথম কোনো চিঠি।

.
০৯/০২/২০২১ ইং-