হাওয়ায়-হাওয়ায় ভিজে গেল সব ফুল
নিমগাছ জুড়ে নব বিষাদের স্বর
মেঘের মতো উড়ছে প্রেমের জারুল
হয়েও হলো না কাক-শালিকের ভোর
হিংসার জলে ভেঙেছে সুখের পাহাড়
মায়ের মতন মায়া জড়ানো গলায়
ডাকছে কালো শালিক ভীষণ অসাড়
হাজার চোখের হিম মেঘের মায়ায়
এইসব দিনরাতে, শোকের হাওয়ায়
তোমার বাড়ির ভাঙা কালভার্ট থেকে
ফিরে এসেছি কদম ফুলের মায়ায়
তোমার ঠোঁটের লাল প্রেমেদের রেখে।
.
০৯/০২/২০২১ ইং-