আমার তাকিয়ে থাকা পথের অভিমুখে কে?তুমি?
হাজার কিলোমিটার বেগে ঘুরপাক খাচ্ছে সে দৃষ্টি
অনন্তকাল অসীমে নিষণ্ণ কপোলে দিচ্ছে চুমি
চিবুকের কালো তিলে;আচমকা ঝরে শীতল বৃষ্টি-
যেখানে মৃত্যুই সত্য,সতত প্রমাণিত নোটিশ
সেখানে কেনো আসক্তি-প্রেম অযথা অনুশোচনা?
মনের জানলায় কেনো অহেতুক মোহের কার্নিশ
ভাঙা আয়নায় বিষন্ন চেহারা দেখে মিথ্যে ভাবনা-
ক্ষণিকের এ জীবনে মহাকালের দীর্ঘ ফিরিস্তি!
প্রত্যেক পদে কেনো এ নিটোল সূক্ষ্ম পর্যবেক্ষণ?
সবই তো ক্ষণস্থায়ী-তুমি, চুমু,কালো তিল,বৃষ্টি
কিংবা মোহের কার্নিশ সবই তো ক্ষয়িষ্ণু অনুক্ষণ-
তাই অহর্নিশ আমি নৈঃশব্দ্য নক্ষত্রের মতন
এ পৃথিবীতে ক্ষণিক ;জানি একদিন হবে পতন।