সৃষ্টিকে সৃষ্টির আগে বিষ্টিভদ্রা কাটানোর জন্য-
অনাসৃষ্টি এক বৃষ্টি হয়ে ছিল জলের মতন
যেখানে তাঁরার পায়ে অবিরত জ্বলতো প্যারাফিন
ইউরেনাস গ্রহ থেকে- অষ্টম সৌরমণ্ডলে যেতে

অসম্ভব সুন্দর, সে- নিষ্ঠুর সূর্যের রঙ ছিল!
তবে চাঁদের গায়ে সাপের মতো আজন্ম কলঙ্ক আছেই;
বহুদিন আগে আমি শোক-কথার গল্পে শুনেছি
এককালে পিঁপড়ারা ছিলো_
প্রাচীন মিশরের সে পিরামিডগুলোর মতন

সেখানে ফরিং ছিল কালো পিঁপড়াদের এরোপ্লেন
তবে পৃথিবীর শাদা- বৃষ্টির জলেতে ভিজে
তাঁহারা ধুলোর মতো ছোট হয়ে গেছে-
এটা পিপীলিকাদের ও একরকম শোকগাথা!

যাহা বাজতে থাকে অহর্নিশ;
যেভাবে রক সংগীতে গিটারের ছয় তার অবিরাম বাজে।