জংধরা জাদুর বয়াম—রেখে দিও যত্ন করে
উদরের খুব কাছে, যোগ চিহ্নের কোনায়
জমা রেখে যেয়ো সব প্রাপ্তির জমাখরচ।
পুরোনো রেডিয়ো যেইভাবে অনেকদিনের পর
হঠাৎ বাজাতে মন চায়; সেইভাবে দেখে নেবো
তোমার না পাওয়া। অন্ধের দিকচক্র খোঁজার
মতন—আন্দাজে ছুঁয়ে দিলে তোমার আঙুল
ধ্যাৎ বলে হাতটা সরিয়ে নিয়ো না অবহেলায়।
আমার কাঠের দ্রোণি তোমার চোখের উচ্ছ্বাসে
উল্টে গেলে, বলো—কোথায় ঠাঁই হবে তোমার
নাভীর চর ছাড়া, এ অরণ্যের কোন প্রান্তে বলো
স্হির হবে এই নম্র ডানা? বিকেলের কুসুমগরম
রোদের আভায়— রেখে যেয়ো একফালি ধীর
অনুষঙ্গ। আরবি ভাষার মতো প্রাচীন এক
বাড়ির ছাঁদে দেখা হবে একদিন এই ভরসায়
আবদ্ধ রাখতে পারো—দুঃখভর্তি জংধরা জাদুর বয়াম

৪/৬/২২