হয়তো একদিন থাকবো না রাখবো না এ পৃথিবীতে
আদিগন্ত ছায়া
অচেনা লোকের মতো পাশ কেটে চলে যাবো দিগন্তের পারে
পোষা পাখিদের মতো ক্রমশ বেড়ে যায় এ পিঞ্জরের মায়া
সমস্ত ক্লান্তিরা উড়বে যেমন মোরগ ডানা থেকে ময়লা ঝাড়ে
মনে হয় ঝড় বইবে মৃত্যুর মতো নিশ্চিত- ঘুর্ণিঝড় উঠবে
পুরোনো বিষাদ কাটবে নব এক বিষাদের তীব্র আগমনে
বাগানে শিউলি বকুল- ঝিলে পদ্মপলাশেরা আনন্দে ফুটবে
ঘ্রাণের মতো সৌখিন প্রজাপতি ফুলে ফুলে হাসিবে আনমনে
শাদা পালকের মতো স্নিগ্ধ নক্ষত্ররা জ্বলবে পুকুরের জলে
স্তনের মতো নরম শীতল এক বাতাশ মৃত কথা বলে।