বৃষ্টির খুব নিকটে যেতে নেই প্রিয়।
যেভাবে অসংখ্য বুধবার ফিরে আসলেও— সব প্রেমিকারা ফিরে না সর্বোন্মুক্তভাবে।
গস্তবেনের ফুরিয়ে যাওয়া বৈকালিক আভা
আর জলকপাটের সহ্যসীমায় প্রখর আস্থা রেখে—
আমরাও পারি দিতে চেয়েছিলাম
দূরসম্পর্কের সাঁকো—
মানুষের হৃদয়ের ঢেউ—গর্জমান অথবা শীতল
যা কিছু ফিরে আসার ফের তবু আসবে ফিরে
শুধু মাঝখানে থেকে যাবে পরিচয়হীনতার দন্ধ।
বৃষ্টির খুব অদূরে যেতে নেই প্রিয়।
অশ্রুর কী রঙ— যেভাবে জানে না কোনো অন্ধ!