আজও সেই চাঁদ জাগে একই সূর্যই উদিত হয়
বিলকুল বদলেনি মেঘ ; বদলেনি শালিকের সে সুর
সদা ঠিক আছে তারা - জোছনা,নদী সমানে বয়
পেঁচা ডাকে রোজ রাতে কাক ভোলেনি শাদা সে ভোর
শুধু ভুলে গেলে তুমি- আমাদের ধূসর সে স্মৃতি
অতিথি পাখির মতো উড়ে গেলে তুমিও কোথায়
সাথে নিয়ে গেলে সুখ -নির্জন সে অহর্নিশ প্রীতি
আমি নৈঃশব্দ্যে হাঁটছি,ভাঙা কংক্রিট ঢুকে জুতা'য়
আজও নীল জোছনা গুলো,বৃষ্টি হয়ে আমারে ভিজায়
কুয়াশা'য় ঝরে পড়ে-আতসের মতো;মিষ্টি রোদ
শিউলি জবা গোলাপেরা আজও মোর উদ্যান সাজায়
শুধু বদলে গেলে তুমি-আদিগন্ত ; মনে নিয়ে ক্রোধ।