অনলে পুড়ে ছাই হরতন
আজানে ভেসে আসে আহবান
ইমলি ঝরে পড়ে নীলবন
ঈদের কুয়াশায় জয়-গান
উষা'র ফেননিভে বালিকারা
ঊণের সোয়েটার পরে গায়
ঋষির কলাপাতা দিশেহারা
এলাচি ফুল আঁকে নকশায়
ঐরাবতে চড়ে যে মাহুত
ওতলা আকাশের মেঘপার
ঔজসিক বায় সে রাহুত
কমলা বনে শুনি চিৎকার
কে যেন হারিয়েছে অধিকার!
খয়েরি চাদরের ভেজাফুল
গহীনে ডুবে যায় যে পলাশ
ঘাসের গন্ধেই সে আকুল
চাষার ঘরে ফুটে শাদা কাশ
ছামনি লজ্জায় টিয়া-কনে
জড়িয় যায় কেন অহেতুক!
ঝড়ের ঝাপটায় নীলবনে
অবেলা ঘরে ফেরে বলিভুক
টুপির হিংসায় বামদিক
ঠিকরা হয়ে বসে ছেঁড়া তার
ডোকরা বলে কিরে আণবিক!
ঢাকায় বসে করে চিৎকার
কে যেন হারিয়েছে অধিকার!
তালের গাছ কেন শাখাহীন?
থুপির মসৃণ- গিঁট যেন
দু'আনা রাখা আছে অশালীন
ধুলোয় মিশে আছে জলবেনো
নিখিল নদীতীরে ঝাউগাছ
পাতায় জমে আছে যে শিশির
ফুলের রঙ যেন শাদাকাচ
বনের সবুজাভে মন্দির
ভুঁইকদম ফুলের বাঁকা হাওয়া
মৌচাকের ঢিল ছারখার
যেন তা উজানের নাও বাওয়া
রূপকথারা কেন অবিকার?
কে যেন হারিয়েছে অধিকার!
লজ্জাবতী আজ বেশরম!
শালবনের পানে ছুটে যায়
ষোড়শী ঢেলে দেয় যে নরম
সুরকী আটকাবে কারা- হায়!
.
৩০/১২/২০২০ ইং-