আমরা বেঁচে থাকি কারণ;
মরার জন্য আফিম নেশা
আজীবন এই মাথায় ঘোরে।

বেঁচে থাকলে
রৌদ্রের ছায়া চিলের ডানায় ওড়ে;
যেনো কোনো ফেরিওয়ালা
বাড়ি-বাড়ি হাঁটে আয়ু বিক্রির জন্য।

সবকিছুই একদিন শেষ হবে
তবুও প্রাণ;
জলের পাত্রের মধ্যে
এক ফোঁটা জল হয়ে রবে।
.
২৬/০৩/২০২১ ইং-