আমি বাংলা আমি কামলা আমি অপরূপ পরিবেশ
আমি যুদ্ধ আমি রুদ্ধ আমি অসহায় বাংলাদেশ
আমি মুক্ত -ফুল সুক্ত আমি টোকাই আমি অভুক্ত
আমি পাপ -রৌদ্র তাপ আমি আমার সাথে অযুক্ত
আমি খুন ধর্ম-গুণ আমি বোহিমিয়ান তরুণ
আমি দেশ আমি বেশ আমি দেই কাটা গায়ে নুন
আমি দুষ্ট আমি নষ্ট -আমি ধর্ষক করি পালন
আমি তীব্র হই উগ্র আমি প্রতিবাদ আন্দোলন
আমি কৃষক বা ধান আমি সুখী ভাটিয়ালি গান
আমি মুক্তিযুদ্ধ আর; দেশের জন্য জীবন দান
আমি নদী, শেষ আদি -আমি পাহাড় সাগর ঝর্ণা
আমি সব পারি তবু ; কেনো অপরাধ হয় কর্না?
আমি বাহান্ন -একুশ, সে রফিক সালাম জব্বার
আমি হুমকি আর ধমকি আমি সত্য বললে খবরদার!
আমি জাতি; অবশেষ, আমি তবু এই বাংলাদেশ
আমি আছি আমি থাকবো আমি এই দেশে হবো শেষ।