১৪ ই ফেব্রুয়ারী ভালবাসা দিবস উপলক্ষে
কত গুলো ফুল রেখে ছিলাম আমারি কক্ষে
পৌঁছাতে পারলাম না দৃঢ় সংকল্পে
তোমাকে ফুল দেয়া সম্ভব হলনা আমারি পক্ষে।

ভারা ক্লান্ত মনে
অতি যতন করে
ফুল গুলো রেখেছিলাম
টেবিলের উপরে।

প্রকৃতির নিয়মে
ফুলের পাপড়ি গুলো ঝরে ঝরে পড়ে
জানিনা কি কারণে দূরে চলে গেলে
ভালবাসার এই দিনে তোমাকে বার বার মনে পরে।

সুখ পাইতাম মনে
থাকলে তুমি পাশে
১৪ ই ফেব্রুয়ারী
ভালবাসা দিবসে।

সুন্দর হোক ২০২২ এর ভালবাসা দিবস
পূরণ হোক তোমার মনের আশা
বিদায় নিলাম তোমার ভালবাসার প্রতি
রেখে প্রত্যাসা।