অর্ধাংগিনি তোমাকে বিষন মনে পরছে,
যখন তোমার পাশে থাকি
তোমাকে ভাল বাসতে বাসতে সময় কেটে যায়
একটু চোখের আড়াল হলে জীবন চলে যায়।
নিঃসংগ জীবনের সংগিনি তুমি
জীবন চলার আলোর গতি
এজীবনের জমানো সমস্ত ভালবাসা
উজাড় করে দিয়েছি তোমার প্রতি।
তোমাকে ছেড়ে আজ অনেক দূরে
প্রতি পলকেই যেন ভেসে ওঠ হৃদয় জুড়ে
মনে পড়ে যায় হরিণি চোখের চাহনি
মনে পড়ে যায় চিরল দাঁতের হাসি।
বিছানায় গেলে বামপাশটা শূন্য দেখি
পুরো ঘরটা যেন একাকার মরুভূমি
কার সাথে বলবো আবেগের কথা
কার সাথে করবো ছোট ছোট দুষ্টমি।
জম্মের পরে এক নজরও দেখিনি তোমায়
কোথা থেকে এনে দিল বিধাতায়
পবিত্র কলমে লিখে ছিল ভাগ্যের লিখন
তাইতো হল দুজনের মিলন।
ধন্যবাদ জানাই ঐ বিধাতাকে
এত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে
প্রার্থনার সহিত বলছে হৃদয়
পর জনেমেও যেন দুজনের দেখা হয়।