নিষ্ঠুর এই পাষাণ পৃথিবীর বুকে
আমার লাঞ্চিত জীবনের
অনাকাঙ্খিত ভালবাসাটুকু নিতে
কেন এসেছিলে সুমানা।

তোমার ভালবাসা যে
হেমন্তের কাশ ফুলের মত
ফাল্গুনের একটু হাওয়ায় উড়ে যাবে
তা আমার জানা ছিল না।

বড় স্বাদ ছিল তোমাকে পাবার
কিন্তু সাধ্য ছিল না
এজন্যই তুমি আমার
ভালবাসার মূল্য দিলেনা।

তোমার মনে ভালবাসা নেই
তুমি স্বার্থপর তুমি পাষাণী
তোমার কারণে অবুঝ এ হৃদয়
অল্পতেই মেনে নিয়েছে ব্যর্থতা।

ভাল আমাকে বাসনি তুমি
রাখনি তোমার দেওয়া সেই কথা
প্রতিদানে শুধু দিলে
দুঃখ যন্ত্রণা ব্যথা।