নিষ্ঠুর পৃথিবীর
নিষ্ঠুর নিয়ম
কারো ভাগ্যে অনেক সুখ জুটে
কারো ভাগ্যে একেবারে কম।
কত আপন জন প্রিয় জন
বাস করে পাশাপাশি
সুখের সেই সংসারে
নদী করে সর্বনাশী।
একই ভিটায় গড়ে ওঠা,বাব দাদা পূর্ব পুরুষের ঘর
মনের আনন্দে সুখের স্বাছন্দে কেটেছে বহু বছর
কি? এমন স্বার্থের জন্য নদী
আমাদের করে দিলি পর।
নয়ন কি আর ফিরানো যায়
নদীর জোয়ার ভাটায়
বসত বাড়ি ভাসিয়ে নিয়ে যায়
দূরের অজানায়।
পাড় ভাংগার নিষ্ঠুরতা ও নদীর গর্জন
কেড়ে নিল সব যা ছিল জীবনের অর্জন
সব হারিয়ে আমরা এখন সর্বহারা
কিছুই করার নেই চোখের জল ফেলা ছাড়া।