হু হু করে কেঁদে
চোখের দু পাতায়
হয়ে গেছে ঘা,
জীবন ভরে, দু হাতে
অর্জন করেছি যা
বন্যার প্লাবনে
ভাসিয়ে নিয়ে গেছে তা।
যে মাঠে ছিল কৃষকের
অঝোরে হাসি,।
সোনালী ফসল যে মাঠে বুনি
সে মাঠে আজ
বন্যার থৈথৈ পানি।
বন্যা তুই কেন?আমাদের কাঁদালি,
তোর বুকে কি,হাসির এতই অভাব
তুই আমাদের শতশত প্রান কেড়ে নিয়েছ
তোর প্রতি রইল, সন্তান হারা মায়ের
ক্ষীপ্ত অভিশাপ।
শহরের ভদ্রলোকের যখন
আমাদের দূর্দশাগুলো করে
ক্যামরা বন্দী,
আপন জন হারানোর ব্যথায় তখন আমরা
চিৎকার করে কান্দি।
আশার আকাশে যখন
বিষাদের কালো মেঘ,
হতাশার ক্লান্তি আর
চিন্তার মহা প্লাবন
হ্রদযন্ত তখন কষ্টের চাপ
সইতে না পেরে।
নিষ্ঠুর পৃথিবী অনেকেই ত্যাগকরে
মৃত্যুকে করে আপন।