পৃথিবীর সমস্ত চেষ্টা করেও
হয়ত তোমাকে আমি পাবনা
তুমি ও পারবেনা শত চেষ্টায়
স্মৃতি গুলো আলাদা করতে।

সুখ নামের শব্দ
আমার জীবনে নেই
তোমার দেওয়া দুঃখ গুলো
সম্বল ভেবে খুব যতনে রেখে ছি।

পার যদি দূর থেকে এক পলক দেখে যেও
আত্মা বিহীন দেহ নিয়ে
নিষ্ঠুর পৃথিবীতে নিরব নিভৃতে
তুমি ছাড়া কি ভাবে বেঁচে আছি।

তোমার প্রয়োজনীয়তার তালিকায়
কখনো আমাকে লিপিবদ্ধ করনি
কিন্তু আমার প্রতিটা নিশ্বাসে
তোমাকে উপলব্ধি করি।

তুমি চলে যাওয়ার পর
একটুও ঘুম নেই চোখের পাতায়
ঝর্ণার মত অবিরাম ঝরে
এ দুটি  আঁখি।

তোমার নিজ হাতে দিয়ে যাও
এক পেয়ালা বিশ
খেয়ে একটু চির নিদ্রায়
নিরবে ঘুমিয়ে থাকি!