এ হ্রদয় এখনো কাঁদে
এস এম শাহ্ আলম
তোমাকে এখনো মনে পড়ে
বলে যাও ভুলবো কেমন করে,
গ্রাম্য লোক শান্তির পরশ নিয়ে চলছে
প্রভাতে হেমন্তের শীত স্নিগ্ধতায় বইছে।
কুয়াশার আড়ালে সোনালী রোদ
পাকা ধানের উপর ঝিল মিল করছে,
শরতের শাপলা ভাসে নদীর কুলে
ভ্রমর মৌমৌ করে শিউলি গোলাপ
বকুল মাধবি শিমুলের ফুলে।
আর আমি খোলা আকাশের নিচে চলছি
হতাশায় ভরা ব্যর্থ মন নিয়ে
তোমার স্মৃতির বেদনায় ভুগছি।
সেই শরীয়তুল্লা,হাবিব উল্লা কলেজ তেমনি আছে
ছাএ ছাএী চলছে অবিরাম
শুধু নেই তোমার আমার পথ চলা।
হবেই বা কেমন করে
তুমি তো অন্যের গৃহিণী
হয়েছো স্বামীর সংসারে বন্দীনি।
তোমার জন্য বিনিদ্র রজনী ভরে
জীবন্ত প্রানে জলন্ত আগুনের শিখা বহে
সেই যন্ত্রণায় ভিবোর হয়ে
এ হ্রদয় এখনো কাঁদে।