তোমাতে পরম সুখ সেতো আমি জানি
সাগরের বুকে নদী ছুটে চলা মানি
তোমায় আপন করে পেতে সাধ হয়
মিলনের সাধ বুঝি মিলনেই ক্ষয়।
আকাশের ঐ চাঁদ মিষ্টি মধুর
কাছে পেতে মন চাই বিরহে বিধুর
চাঁদ যদি ধরা দেয় মোর অধরায়
চাঁদ কিগো চাঁদ থাকে রূপ যে হারায়।
তুমি আমার ছায়া তুমি স্বপ্ন আমার
কাছে থাকো সারাক্ষণ হয়ে আপনার
চাঁদ হয়ে আলো দাও হয়ে আমি চকোর
তোমার রূপের সুধা পিয়ে বার বার।
তোমাতে বাস মোর তোমাতে প্রকাশ
তোমাতেই রব আমি যতক্ষণ শ্বাস।
২৯/১২/২০১৪
নাটোর।