আজ পহেলা বৈশাখ;
হাসছে আকাশ হাসছে বাতাস চঞ্চল লাফালাফি
সবখানে আজ খুশির পরশ প্রাণের মাতামাতি
নতুন পাতার সবুজ সাগর নীল আসমান তলে
কৃষ্ণচূড়ার শাখায় শাখায় রঙের আগুন খেলে
নতুন বছর নতুন ভাবনা নতুনের আয়োজন
নানান সাজের দোলায় দুলছে আমরা বাঙলা মন
সকাল সকাল পান্তা মরিচ দারুণ তৃপ্তি পাই
বাংলাদেশের সব মানুষের মনের মিলন হয়
রঙিণ বর্ণে শোভাযাত্রা ঢাক-ঢোল আর নাচ
নর নারী আর সবুজ বাংলা পেখম মেলে আজ
ধর্ম বর্ণ ভুলে গিয়ে সব আনন্দে গান গাই
একসাথে আজ নতুন প্রাণে বাঙলা গড়তে চাই।

১৩ এপ্রিল ২০১৬
নাটোর।