তুমি আমার আলোর পরশ
তুমি আমার আলো
তোমার মতো এমন  করে
কেউ বাসেনা ভালো।
তোমার আলোয় আঁধার কাটে
আলোয় ভুবন ভরা
মাঘের শীতে তোমার পরশ
হৃদয় পাগল করা।
ফুলের বনে তোমার ছোঁয়ায়
লাগে সুখের বান
হৃদয় মাঝে একমুঠো রোদ
গাই নতুনের গান।
অস্তাচলের মিষ্টি আভায়
হাসো প্রাণোচ্ছল
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
শান্তি সুনির্মল।

২৮/১২/২০১৪
নাটোর।
সম্পাদিত হয়েছে ১২/০৪/২০১৬