পথে পথে শুনি কত মানুষের কান্না
বুক ভরা ব্যথা নিয়ে দিন যেন যায় না
ভাত নেই ঠাঁই নেই শুধু চেয়ে রয়
কার দোষে হাভাতে সে কেন অসহায়?
কেউ বলে রাজনীতি কেউ বলে শাপ
হাত দুটি আছে তবে কেন এত পাপ?

২৫ ডিসেম্বর ২০১৪
নাটোর।