খুন ঝড়েরে, খুন ঝড়েরে, খুন ঝড়ে
নুন খাই যার, গুণ গাই তার
এই বুলি নাই
খুন করে আজ নুনখোরে।
ওই দ্যাখো ভাই ফিলিস্তিুনে
রক্ত যেন বান গড়ে,
খুন ঝড়েরে, খুন ঝড়েরে, খুন ঝড়ে
ওই দ্যাখো আজ লেবাননে
কোন দোষে মোর ভাই মরে
ওই চেয়ে দ্যাখ বাগদাদে
কোন দোষে মোর ভাই মরে।
বিশ্ব বিবেক অন্ধ কি আজ
মূখ ক্যানো তার বন্ধরে
খুন ঝড়েরে, খুন ঝড়েরে, খুন ঝড়ে।
খুন ঝড়েরে, খুন ঝড়েরে, খুন ঝড়ে
এদিক সেদিক আজ ক্যানোরে
ভাই মরে আর বোন মরে।
কোন দোষে বাপ ধুলায় লুটাই
নাদ করে, মায়ের চোখের জল ঝড়ে।
বিশ্ববিবেক নিঃশ্ব কি আজ
সৎ শক্তি কি তার নাই ওরে?
খুন ঝড়েরে, খুন ঝড়েরে, খুন ঝড়ে।
আকাশ কাঁদে, আর্তনাদে
সিন্ধুজল সব শিল গড়ে।
মানুষ যারা শিরার মাঝে
শোকগুলো তার শিরশিরে।
ওরে কোন ক্ষমতা রাখলো
আজি বিশ্ব বিবেক মূক করে।
খুন ঝড়েরে, খুন ঝড়েরে, খুন ঝড়ে!
বিশ্ব বিবেক বলছি তোকে
আমার ভাইয়ের রক্তশোকে
খুন ঝড়েরে, খুন ঝড়ে।
থাকিস না আর মূখ ফিরে।
রোধ তারে কর, যারা
রক্তে জমিন লাল করে।
এখন যদি ঘুমের ঘোরে
সেদিন যেন আসিস নারে
রুখবো যেদিন সামন ঠেলে
পিছন দেয়াল পিছ ফেলে।
মরার আগে বাঁচবো সেদিন
সব বদগুলোরে বধ করে।
সেদিন যেন দিস নারে দোষ
দেই যদি সব যমঘরে।
খুন ঝড়েরে, খুন ঝড়েরে, খুন ঝড়ে
বিশ্ব বিবেক থাকিস না আর চুপ করে।
প্রতিবাদ
-শাহাদাৎ শুক্ল
(রচনাকাল- ৯ আগষ্ট, ২০০৬ খ্রী.)