আগ্রাসনের খেলা কবে হতে চলছে,
আর চলবে কতকাল, জানি না,
পৃথ্বীমাতা গর্ভ চিরিয়া সম্পদ যারে দেয়,
কটুবুদ্ধি- শক্তিবলে তাই যে কাড়িয়া নেয়,
তাদের যারাই সভ্য জানুক, মানুক,
আমি তাহা মানি না।
কবে জাগবে শক্তি দূর্বল চিত্তে,
অধিকার কবে বুঝে লবে রিক্তে,
সম্প্রদায়ের নামে থাকবে বিভেদ
কতকাল, মানুষে মানুষে আর?
বুশ, চেঙ্গিস, হিটলার বেহায়া আত্মারূপে
আর জন্মাবে কতবার?
আমারি দেশে পূঁজার মূর্তি যারা দলিলো শক্তিবলে,
আমি নই তাহাদের দলে।
ভারতে বাবরী মসজিদ ভাঙে যারা ধর্ম বিভেদ তুলে,
আমি নই তাহাদের দলে।
আমার দলে একাকার হবে সকল মানব প্রাণ,
চামড়া শুকে খুঁজবে না কেউ ভিন্ন ধর্ম ঘ্রাণ।
জাতিতে জাতিতে যুদ্ধ খেলা থাকবে না কভু আর,
সবার তরে রইবে খোলা সকল ঘরের দ্বার।
ইসরায়েলীরা মারছে কারে, ফিলিস্তিনীরা মারছে কারে,
এপার মারে, ওপার মারে, জানিস নাকি মানুষ মরে,
তুই যে মানুষ, মুই যে মানুষ, মানুষে মানুষ
ক্যামনে মারে!?
কতকাল আর মানুষে মানুষ হানবে আঘাত,
কতকাল আর মানুষে মানুষে থাকবে এমন ভয়?
কবে হবে বলো,
শুধু মানবতার তরে, আমার এ দলের জয়?
জিজ্ঞাসা
- শাহাদাৎ শুক্ল
(রচনাকাল: ২৩/১০/২০০৩)