শকুনে শকুণে ভরে গেছে দেশ
চারিদিকে জীবন্ত লাশের অজস্র চলাফেরা,
মস্তিষ্ক কোটরে উদ্দীপক এলকোহল আবেশ।
আবেগ ছায়ার মতই আছে আলোকের উল্টোদিকে,
অন্ধকার জ্বল জ্বল করে জ্বলে, আলোকেরা ক্রমাগত হয়ে যায় ফিকে।
নেটিজেনের দাপটে আপন গর্তে মুখ লুকায় একচুয়াল সিটিজেন যত,
আঁতর খুশবুর সুবাস ভেসে আসে
হঠাৎ ছুটে আসা ফারাক্কার প্লাবনের মতো।
পশ্চিমের লকারে খুব যত্নে গচ্ছিত আছে জাতির বিবেক,
পশ্চিম- সেতো অস্তাচলের দিক,
উদিত সূর্যের আলো খুঁজে ফেরে বিজিত প্রেমিক।
লুন্ঠিত বিবেক ফিরে পেতে জাতি করে হাঁসফাস
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে থাকে তোফাজ্জল, বিবেকের লাশ!
ফাইবার অপটিকের সুরঙ্গ বেয়ে প্রতিটি মুঠোফোনের পর্দায় মাখামখি লাশ গন্ধ রং,
ইয়ারফোনের শব্দ স্রোতে কাতর প্লাবন।
আকাশ বাতাস ইথার কাঁপিয়ে আওয়াজ একটাই-
“আমায়…. এক প্লেট ভাত দাওনা ভাই”।
বিবেকের দুর্ভিক্ষ
শাহাদাৎ শুক্ল
(রচনাকাল- ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.)