তুমি আমার সকল দেশের সকল মায়ের প্রাণ
তোমায় নিয়েই লিখবো আমি সকল খুশির গান।
তুমি আমার ফুটে ওঠা কৃষ্ণচূড়ার ফুল
ভোর বেলায় সেই ফুটে ওঠা শাপলা ও বকুল।
তুমি আমার কৃষকের মিষ্টি মুখের হাসি
কত সুরে বেজে ওঠে রাখালিয়া বাঁশি।
তুমি আমার শীতের দিনে শিশিরের কণা
মুক্তার ন্যায় ছড়িয়ে আছে সর্বত্রে আলপনা।
তুমি আমার সবুজ ঘাসের সোনালীয়া ধান
পাকা ধানে ভরে ওঠে কৃষকেরই প্রাণ।
তুমি আমার মনের মাঝে একটি সবুজ দেশ
সবুজ পাতায় ভরে আছে সোনার বাংলাদেশ।