ক্ষমতার অপব্যবহার করে মানুষদের করে যারা ক্ষতি
তাদের বিচার করো আল্লাহ আর না হলে দিও তুমি সুমতি
মহাজনের চামচামি করে শ্রমিকদের মনে কষ্ট দিলো যারা
হে আল্লাহ! তুমি তাদের বিচার করো, নাই কেহ তুমি ছাড়া
টাকার লোভে আজ তারা ভুলেছে মনুষ্যত্ব
যার কেউ নাই তার আল্লাহ আছে, তুমি মহা সত্য।
শুনেছি মজলুমের দোয়া তুমি দাও না কভু ফিরিয়ে
জালিমদের ধ্বংস করো, আমরা আছি তোমার পানে চেয়ে
অল্প আয়েই দাও তুমি বরকত, হে দয়াময়!
চামচাদের মন যেন কখনো না ভরে, খালি থাকে সবসময়