কত আযান শুনে শুনে বেলা বয়ে গেল
বছরের পর বছর গেল, নতুন বছর এলো।
কত গান কত ছবি এলো গেল নিরবধি
কত স্মৃতির কত মানুষ কত রকম পৃথিবী।
কত ফুল কত গন্ধ কত ফল মূল
কত বৃক্ষ কত মাছ কত খোপার ফুল।
সময় যেন পাগলা ঘোড়া শুধুই ছুটে চলা
সাধ্য নেই ধরতে তারে, নিষ্ফল কিছু বলা।
সপ্তাহের পর মাস আসে, মাসের পর বছর
আর কত অনন্ত যাত্রা বাকী, নেই কোন খবর।
পুরনো পৃথিবী ছেড়ে যেন নতুন পৃথিবীতে যাই
২০২৫ সাল শুভ হোক, সবাই কে জানাই।