দূর্নীতি ভরা এই সমাজে কেউ নয় কারও।
কাউকে বেশি ভালো বাসলে দুঃখ দেবে আরও।
সুসময়ে বন্ধু পাবে দুঃসময়ে নাই।
গরীব হলে সবাই পালাবে, পথের মাঝে ঠাঁই।
তোষামোদ আর তেলবাজিতে এদেশ এখন ভরা।
সব সেক্টরে ফাঁকিবাজি বসের মেজাজ কড়া
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গরীব মরে শেষ।
ধনীদের কিসের চিন্তা আছেন তারা বেশ।
বড় লোকের চামচা গিরি লোকের অভাব নাই।
কেবল মুখে মুখে বলেন তারা "তোমরা আমার ভাই "।
এমন করে রসাতলে যাচ্ছে মোদের দেশ।
ভবিষ্যতে কি যে হবে, চিন্তা লাগে বেশ।
বড় বড় অট্টালিকা আর দামী দামী গাড়ি।
শ্রমিকদেরই হাতে গড়া আমরা স্বীকার করি।
ঘাম ঝড়ানো শ্রমিকের টাকায় আজ তারা ধনী।
দেশ-বিদেশে তারাই আজ জ্ঞানী মানী সম্মানী।
শ্রমিকের দুঃখ কষ্ট শোনার মত তাদের সময় নাই।
তাদের আরও টাকার দরকার, আরও সম্পদ চাই।
মালিকের সেবা করাই শ্রমিকের হয়েছে কাজ।
তারাই আজ প্রকৃত মানুষ, তারাই মহারাজ।
শ্রমিক - মালিকের ব্যবধান যদি দূর হতো
স্বর্গ নামতো পৃথিবীতে,সবাই সুখী হতো।