সততাই সর্বোৎকৃষ্ট পন্থা
জ্ঞানী লোকে কয়
অসৎ লোকের ছড়াছড়ি
সৎ মানুষ কম এই সমাজময়।
  
সৎ পথে কামাই করে
জীবন চালানো বড় যে কঠিন
অসৎ কামাই করে বাড়ী গাড়ি
ব্যাংক ব্যালেন্স করছে সীমাহীন

অসৎ পথে আয় করে
শান্তি কোথায় পাবে
অল্প হলেও সৎ পথে
মনে শান্তি রবে।

সততাই ব্যবসার মূলধন
ব্যবসায়ীরা জানে
তবু ভ্যাজাল সব জিনিসে
ক'জন এসব মানে।

ভ্যাজাল খেয়ে আজ মানুষের
বাড়ছে রোগ - ব্যাধি
নতুন প্রজন্ম খাঁটি জিনিস
কেমনে পাবে, ভবিষ্যৎ অবধি।

মুখে মুখে সবার বুলি
সৎ মানুষ হয়ে জীবন গড়ি
কাজের বেলায় ঠনঠনাঠন
সাধুর বেশে অসৎ কর্ম করি।