গরমের তাপদাহে অস্থির যখন মন
শীতের শীতল হাওয়া দেহে দিচ্ছে কাঁপন।
রোদের তাপ ক্রমশঃ ঠান্ডা হয়ে আসছে
প্রকৃতি যেন আজ কুয়াশার চাদরে ভাসছে।
শীতের কনকনে ঠান্ডা নীরব রাস্তা ঘাট
থেকে থেকে ডাকে শিয়াল, জনশূন্য হাট।
তরতাজা শাক সবজি আর পিঠে পায়েসের ধুম
লেপ তোযক গায়ে দিয়ে দেই রাজ্যের ঘুম।
ঠান্ডা জল গায়ে দিলে শুরু হয় কাঁপন
মিষ্টি খেজুর রসে সবার ভরে ওঠে মন।
শীত কাল ভালোই লাগে কয়েক মাস থাকে
দূর দেশ হতে শীতের পাখিরা আসে ঝাঁকে ঝাঁকে।
ভ্রমন আর বিয়ে শাদী শীত কালেই হয় বেশি
শীতের স্মৃতি রয়ে যায়, চলছে ঋতু দিবা নিশি।