রজব শাবান শেষে আসছে মাহে রমজান
রোজা রাখো নামাজ পড় আল্লাহ নবীর আহবান।
আমরা রহমত আর নাজাত পেয়ে দোযখ হতে পানাহ চাই
এবাদতে মশগুল হয়ে বেহেশতের পথে যাই।
মন থেকে তওবা করে ক্বলব করো সাফ
পাপ থেকে মুক্ত হয়ে গুনাহ করো মাফ।
পাপ হতে মুক্ত হবো,ত্যাগের মাস রমজান
গরীব দুঃখীর পাশে থাকবো,বেশী বেশী করবো দান।
আত্মশুদ্ধি আর ত্যাগের শিক্ষা পাই এই মাসে
ধৈর্যের পরীক্ষায় হবো উত্তীর্ণ, দীক্ষা হোক বারো মাসে।
একটি খেজুর পানি দ্বারা যে করাবে ইফতার
নেকীর কমতি হবে না তার,হাদিসেতে আছে প্রচার।
অনাহারের কেমন জ্বালা রোজায় বুঝতে পারি
সেদিকে খেয়াল নেই যে কারোর, চলছে ইফতার রকমারী
রোজা শেষে সবার সাথে বাটবো ঈদের খুশি
সবার জীবনে আসুক শান্তি, উঠুক নতুন শশী।