বর্তমানে সব কাজে লাগে শুধু প্যারা
সর্ব স্থলে ভিড় বাট্টা মরার উপর খাড়া।
ছোট বেলা থেকেই শুরু স্কুলের প্যারা
পড়ালেখা না পারলেই বেঞ্চের উপর খাড়া।
ধাপে ধাপে বাড়বে শ্রেণি বাড়বে তেমন প্যারা।
স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয় প্যারা আর প্যারা।
শিক্ষা জীবন শেষ করে চাকরি করতে গেলে
সেখানেও নানা রকম প্যারার সন্ধান মেলে।
আসলো যখন বিয়ের সময় পাত্রী দেখার পালা
নানা রকম পাত্রী দেখে বাড়লো প্যারার জ্বালা।
বিয়ে হলো বাচ্চা হলো বংশ এলো ঘরে
যত প্যারাই হোক, চলছে সংসার, ভরনপোষণ করে।
ছেলে মেয়ে মানুষ করার প্যারা যোগ হলো
বাবা তুমি কোথায় যাও? সাথে নিয়ে চলো।
এভাবে প্যারা খেতে খেতে হয়ে গেলাম বুড়া
হয়তো ভবিষ্যত অপেক্ষা করছে আখেরাতের প্যারা।