পানির অপর নাম জীবন
আবার পানিই হয় মৃত্যুর কারণ।
বিশুদ্ধ পানি পান করে আমরা সুস্থ থাকতে পারি
আবার দূষিত পানি ব্যবহারে আমরা কষ্ট পেয়ে থাকি।
পানি যদি বেড়ে যায় তবে হয় বন্যা
অসহায় মানুষের বেড়ে যায় কান্না।
পানির বাঁধ ছেড়ে দিলে আমরা যাই তলিয়ে
নীচু অঞ্চল গরীব দেশ ফসল যায় তলিয়ে।
ধনী দেশ গরীব দেশ কে করেনা কো তোয়াক্কা
প্রয়োজন হলে ছেড়ে দেয় পানির বাঁধ ফারাক্কা।
তাই বলি-
পানি জীবন পানিই মরণ, বিধাতার কাছে ফরিয়াদ
বাংলাদেশ কে রক্ষা করো, নষ্ট করো সকল ফাঁদ।