কথায় জয় আবার কথায়-ই ক্ষয়
মিষ্টি কথার অপর নাম যাদু, জ্ঞানী লোকে কয়।
তবে মুখে মধু অন্তরে বিষ, এমন লোকও আছে
ভিতর - বাহির এক রকম পাওয়া, দূর্লভ সমাজ মাঝে।
তরবারী না হয়েও তরবারীর চেয়ে বেশী ধার যার
নাম তার জিহবা, সবার জানা দরকার।
কথায় লাগে ঝগড়া আবার কথায় মিল মিশ
কথায় হয় প্রেম - বিবাহ  আবার কথায় খায় বিষ।
কথা দিয়ে কথা রাখা বড় পূণ্যের কাজ
যদি সত্য কথা বলতো সবাই, সুন্দর হতো সমাজ।
মিষ্টি মুখের মিষ্টি কথা সবাই ভালো বাসে
এমন লোকের সঙ্গ পেতে সবাই কাছে আসে।
ভালো কথা বলি ভালো পথে চলি
সবার মাঝে ভালো কথার চর্চা গড়ে তুলি।
সবাই আমরা মন্দ কাজের কেটে দিবো লেজ
মন্দ কথায় বলবো সবাই "মাইন্ড ইউর ল্যাংগুয়েজ"।