ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে
এলো আবার কোরবানি ঈদ।
আল্লাহর পথে বিলিয়ে দে প্রাণ
প্রচার হলো আসমানী তাদিগ।
আযর পুত্র ঈব্রাহীমের পরীক্ষা
নিলেন আল্লাহ তায়ালা।
উত্তীর্ণ হলেন ইব্রাহীম
খেতাব পেলেন খলিলুল্লাহ।
নিজের প্রাণের বাজি রাখলেন
ইসমাঈল ইবনে খলিলুল্লাহ।
আল্লাহর পথে জান কোরবান
খেতাব পেলেন যবেহুল্লাহ।
প্রিয়বস্তু কোরবানি করতে
আদেশ করেন আল্লাহ তায়ালা
ইসমাঈলের কোরবানি কে বড় যবেহ দ্বারা
বদলিয়ে দিলেন আল্লাহ তায়ালা।
ইমাম হাসান আর হোসেন কারবালা প্রান্তরে
জীবন করলেন কোরবানি ইসলামের তরে।
বুদ্ধিমানেরা বুঝেন তারা
কি সেই কোরআনের ইশারা।
আমাদের পেয়ারা নবীর প্রেমেও
কত সাহাবী দিলো প্রাণ।
ইসলাম রক্ষায় কত সাহাবী
নিজের জীবন করলেন কোরবান।
অলী আউলিয়া দরবেশ যারা
মনের কোরবানি করেন তারা।
কোরবানির হাকিকত আমাদের
আগে জানতে হবে।
তারপরে পশুর গলায়
ছুরি চালাতে হবে।