আমি জোনাকি পোকার দিকে তাকিয়ে ভাবছি -
জীবন টা কি জোনাকি পোকার মত?
এই আলো জ্বলছে এই আলো নিভছে
জীবনের আলোও এই ভাবে জ্বলছে নিভছে।
কখন একদম নিভে যাবে কে জানে?

আমি সমুদ্রের দিকে তাকিয়ে ভাবছি -
জীবন টা কি সমুদ্রের মত?
একবার ঢেউ আসে একবার ঢেউ যায়।
আমাদের শ্বাস-প্রশ্বাসের মত
একবার আসে একবার যায়।
থেমে গেলে সব শেষ।

আমি সূর্যের দিকে তাকিয়ে ভাবছি -
জীবন টা কি সূর্যের মত?
প্রতিদিন সূর্য ওঠে প্রতিদিন অস্ত যায়।
জানি, জীবনের সূর্য একদিন ঠিকই অস্ত যাবে
আর আসবেনা সোনালী ভোর।

আমি ফুলের দিকে তাকিয়ে ভাবছি -
জীবন টা কি ফুলের মত?
সুবাস ছড়ায় আবার ঝড়ে পড়ে যায়।

আমরা, কবি রা, জীবন টা কে যেমন ভাববো
জীবন টা ঠিক তেমনি হবে।
এ আমাদের কবিদের যার যার উপলব্ধি।