দীর্ঘ সিয়াম সাধনার পর আসলো ঈদুল ফিতর
ধনী দরিদ্র সবাই কে ভালবেসে, স্থান দেই মনের ভিতর।
পায়জামা পাঞ্জাবি পড়ে জায়নামাজ সাথে নিয়ে
ঈদগাহে নামাজ পড়ি
মানুষে মানুষে বিবাদ ভুলে, লোভ লালসা ত্যাগ করে
সবে কোলাকুলি করি।
ছোটদের স্নেহ করে ভালোবাসা  আদর দিয়ে
ঈদের সালামী দেই
ঈদের সেমাই - পায়েস, পোলাও - কোরমা খেয়ে
মন প্রাণ জুড়াই।
আগের মতো ঈদ এখন লাগেনা ভালো
যেন আসে দিন খারাপ যায় দিন ভালো।
যান্ত্রিক যুগের মানুষ আমরা যন্ত্রের মতো চলছি
তাই অতীতের সব আনন্দ উল্লাস ভুলতে বসেছি।